আঠারবাড়ী রায়বাজারেেএক দিকে রাস্তার কাজ অন্য দিকে টিপ টিপ বৃষ্টি রাস্তার কী যে অবস্থা তা লিখে প্রকাশ যায়না। তিল ধারনের জায়গা নেই যেখানে খাদা নাই। এ অবস্থায় সকলেই খুব খষ্টের মাজে আছি। কিছু দিন ধরে দেখতেছি রাস্তার কাজ বন্ধ । তাই কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করে বলছি যত তারাতারি সম্ভব রাস্তার কাজ শেষ করে জন জীবনে স্বস্থি ফিরিয়ে আনা হউক। এইচ,বি সুমন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস